Thursday, January 19, 2012

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি দোতলা দালান কেন্দ্র করে ১৯৭৫ সালে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছিলো। আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগহশালাটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনের পর ৭জুলাই তারিখে সংগ্রহশার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একটি দোতলা ভবনবিশিষ্ট যে জমিতে এটি অবস্থিত তার মোট আয়তন হচ্ছে ৩.৬৯ একর ।
Artist Zainul Abedin Museum



যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে বড়লাটের (ভাইসরয়) কাউন্সিল সদস্য নলিনীরঞ্জন সরকার বাড়িটি কিনে নেন । নলিনীরঞ্জন ১৯৪৭-এ দেশবিভাগের পর ভারতে চলে যান। এর পর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এটি ছিল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও এটি একভাবে পড়ে থাকে। ১৯৭৫ সালে সরকারী সিদ্ধান্তে এটিকে সংগ্রহশালায় রুপান্তরিত করা হয়। জয়নুল আবেদিনের মনেও একটি সংগ্রহশালার ধারণা অনেক আগে থেকে বিদ্যমান ছিল। ১৯৫০-এর দশকে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ছবির সংগ্রহ করেছিলেন। এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠা ছিল শিল্পাচার্যের স্বপ্নেরই বাস্তবায়ন।

এই সংগ্রহশালায় প্রথমে ৭০ টি চিত্রকর্ম স্থান পেয়েছিল যার বেশিরভাগই ছিল তৈলচিত্র এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্য আছে: বিভিন্ন দেশ ভ্রমনকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণটানা, নদী পারাপারের অপেক্ষায় পিতা-পুত্র এবং দুর্ভিক্ষ। এখান ১৭ টি অতি আকর্ষণীয় ছবি ১৯৮২ সালে চুরি হয়ে যায়। এর মধ্যে ১০ টি ছবি ১৯৯৪ সালে আবার উদ্ধার করা হয়। বর্তমানে তাই এখানে মোট ৫৩ টি চিত্রকর্ম রয়েছে। এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থিরচিত্র। স্থিরচিত্রগুলো ভবনের দোতলার বারান্দায় শোভা পায়।
এই সংগ্রহশালার সময়সূচি নিম্নরুপ:
  • গ্রীষ্মকালীন (এপ্রিল - সেপ্টেম্বর)
    • অফিস সময়
      • শনি থেকে বুধবার: সকাল ১১:০০ থেকে বিকেল ৬:০০
      • শুক্রবার: দুপুড় ৩:০০ থেকে রাত ১০:০০
    • গ্যালারি সময়
      • শনি থেকে বুধবার: সকাল ১১:৩০ থেকে বিকেল ৫:৩০
      • শুক্রবার: দুপুড় ০৩:৩০ থেকে রাত ৭:৩০

No comments: