Wednesday, January 25, 2012

বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর


বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর

               
         সোনারগাঁ বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
বাংলাদেশ লোক ও কারুশিল্প  জাদুঘর,, বাংলাদেশের প্রাচীণ ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা ঢাকার অদূরে সোনাগাঁতে অবস্থিত।আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ খ্রিস্টাব্দে ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে ১৯৮১ খ্রিস্টাব্দে ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকান্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদীন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় ১০০ বছর পুরনো সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়।

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম-বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। এসব শিল্প-সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়।সর্দার বাড়িতে মোট ১০টি গ্যালারী রয়েছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা-কাসা-পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলংকারসহ রয়েছে বহু কিছু। ভবনটির সামান্য পূবে রয়েছে লোকজ স্থাপত্যকলায় সমৃদ্ধ আধুনিক এক ইমারতে প্রতিষ্ঠিত জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘর । এই ভবনটিতে মাত্র দু'টি গ্যালারি। এই দুইটি গ্যালারির মধ্যে একটি গ্যালারি কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শনসমৃদ্ধ। তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক, বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রিক প্রক্রিয়া, অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখারমতো রয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘর এবং ফাউন্ডেশন চত্বর।দুটি ভবনের বাইরে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুপল্লী,কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌ বিহার, টিকিট কেটে মাছ ধরার সুন্দর ব্যবস্থা ব্যবস্থা ও পংখীরাজ নৌকা।

পানাম নগরের উল্লেখযোগ্য নিদর্শন
      সোনার গাঁয়ের সবচেয়ে মনোমুগ্ধকর স্থান হচ্ছে জাদুঘরের আশেপাশের পানাম এলাকাটা।পানাম নগর - এই এলাকাটি ১৯শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো। এখানে কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে।তবে এটি এখনও বাংলাদেশের সবচেয়ে বড় লোক শিল্প্ কারু শিল্প্কলা যাদুঘর।

সোনারগাঁ টিপস
তথ্য বিবরণী
নাম
বাংলাদেশ লোক শিল্প্ কারু শিল্প্কলা যাদুঘর।
ঠিকানা
পানাম নগর,সোনারগাঁও,বাংলাদেশ।
দুরত্ব্
ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
শ্রেনী
লোক শিল্প্  কারু শিল্প্কলা যাদুঘর।
তারিখ
১৯৭৫ খ্রিস্টাব্দে ১২ মার্চ
বৈশিষ্ট্য্
হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী অনান্য।
দর্শনাথী তথ্য
স্থানাঙ্ক: 
২৩°৩৯. উত্তেরে  ৯০°৩৬.পূ্বে
 জেলা
নারায়ণগঞ্জ।
বন্ধের দিন
সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

পথ নির্দেশনা
     ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ৫ মিনিট পর পর পরিবহন ছেড়ে যায় গুলিস্তান, মতিঝিল, ডিআইটি থেকে। সময় লাগে ৪০ মিনিট। সড়কপথে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব ১৭ কিলোমিটার। রেলপথে দুরত্ব ২৩ কিলোমিটার। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যায় এমনি কয়েকটি পরিবহন হল- বন্ধন এসি, বন্ধন নন এসি, উৎসব এসি, সেতু প্রভৃতি। উৎসব ছাড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণগেট থেকে। সেতু ছাড়ে ঢাকা স্টেডিয়ামের পশ্চিমগেট থেকে। 
গুলিস্থান মহানগর নাট্য মঞ্চের পেছন থেকে সোনারগাঁও সুপার লিংক নামে একটা বাস ছাড়ে, সরাসরি এবং সিটিং। ভাড়া ৩০ টাকা। একদম মোগড়া পাড়া পর্যন্ত যায়। ওখান থেকে রিকশায় লোক ও কারুশিল্প যাদুঘর। রিকশায় দুজন ১৫ টাকা, তিনজন হলে ২০ টাকা।
যদি নিজেদের যাতায়াত ব্যবস্থা থাকে, খুবই ভালো। সকালে রোদ কড়া হওয়ার আগেই যাত্রা শুরু করে দিন, মাত্র ৪০-৪৫ মিনিটের রাস্তা।
তা না হলে, আর যাদুঘর থেকে পানাম নগর রিকশায় যেতে পারেন ১০-১২ টাকা করে, সদস্য বেশী হলে আর হাতে যদি সময়ও থাকে, হেটেই যেতে পারেন গল্প করতে করতে।
দুপুরের খাবার বা হালকা নাস্তা সাথে নিলে ভাল করবেন, ভেতরে খাবারের ব্যবস্থা থাকলেও খুব পদের না এবং স্বাভাবিকভাবেই দাম বেশী। ভেতরে খাবার নিতে কোন বাঁধা নেই।

1 comment:

quennelnaber said...

Casino - Dr.MCD
Casino 성남 출장안마 in Reno, NV. See great casino reviews, opening hours & complaints of Hotel & 의왕 출장샵 Spa employees. 문경 출장안마 Las 경산 출장샵 Vegas, NV 89109. Casino. 포항 출장마사지 Location:. Las Vegas, NV 89109.